নাটোরে জাতীয় সাংবাদিক সংস্থার নের্তৃবৃন্দের মত বিনিময়
সালাহ উদ্দিন,নাটোর প্রতিবেদকঃ জাতীয় সাংবাদিক সংস্থা নাটোর জেলার লালপুর উপজেলা কমিটির মতবিনিময় সভা আজ রাতে লালপুর উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সংস্থার লালপুর উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সালাহ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য জনাব মোঃ শাজাহান মোল্লা, সাবেক সহ সভাপতি ও কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য জনাব মোঃ আলমগীর গনি, সাবেক মহাসচিব ও কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য সচিব জনাব মোঃ আবুল বাসার মজুমদার, সভাপতির একান্ত সচিব ও কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য জনাব মুহাম্মদ কামরুল ইসলাম, নাটোর জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুল মজিদ, লালপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি সাপ্তাহিক লালপুর বার্তা সম্পাদক জানাব আব্দুল মোত্তালেব রায়হান, লালপুর উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন, সিনিয়র সহ সভাপতি প্রভাষক শাহীন ইসলাম প্রমূখ। মত বিনিময় শেষে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান মুহম্মদ আলতাফ হোসেনের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।