বাঞ্ছারামপুরে দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্যানেল চেয়ারম্যান সুচি

Spread the love



বাঞ্ছারামপুর প্রতিবেদকঃ করোনা মোকাবেলা বাঞ্ছারামপুরে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক সনি আক্তার সুচি। আজ সকালে বাঞ্ছারামপুর ডাকবাংলো প্রাঙ্গণে পৌরসভার শতাধিক অস্বচ্ছল ও কর্মহীন মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন-বাঞ্ছারামপুর সরকারি কলেজের প্রভাষক ও দৈনিক কালেরকন্ঠের সাংবাদিক চাঁন মিয়া সরকার, দৈনিক যুগান্তর ও দীপ্ত টিভির সাংবাদিক সাব্বির আহমেদ সুবীর, দৈনিক যায়যায়দিনের সাংবাদিক শাহ আলম শিকদার, দৈনিক যায়যায়কালের সাংবাদিক নাসির উদ্দিন, বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিক লীগের আহবাযক সৈয়দ মোহাম্মদ আজিজ, বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার জুয়েল আহমেদ, দৈনিক সময়ের আলোর সাংবাদিক আলমগীর হোসেন, দৈনিক মানবকন্ঠের সাংবাদিক ফারুক আহমেদ, একাত্তর টিভির সাংবাদিক বাহার উদ্দিন।

এমন উদ্যোগে আর্থিক সহায়তা দেয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলমকে ধন্যবাদ জানান সনি আক্তার সুচি। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। করোনাকালে ক্যাপ্টেন তাজুল ইসলাম বাঞ্ছারামপুরের প্রতিটি ওযার্ডে ওযার্ডে কয়েক দফায় ত্রাণ ও নগদ অর্থ দিয়ে দরিদ্রদের বিশাল উপকার করেছেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *