চাঁদপুর জেলায় করোনা রোগীর সংখ্যা ১হাজার২ শত ৩২জন।। মৃত ৬৬ জন চাঁদপুর আরো ৩৭ জনের দেহে করোনা শনাক্ত

Spread the love

মোহাম্মদ বিপ্লব সরকার : চাঁদপুর আরো ৩৭জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১২৩২জন। এরমধ্যে মৃতের সংখ্যা ৬৬জন। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৯জন, ফরিদগঞ্জে ১৫ জন, হাইমচরে ৪জন, মতলব উত্তরে ৪জন, মতলব দক্ষিণে ৩জন এবং হাজীগঞ্জ ২জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে ১০৮টি রিপোর্ট আসে । এর মধ্যে ৩৭টি পজেটিভ। ৭১টি নেগেটিভ। জেলায় ১২৩২জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; চাঁদপুর সদরে ৪৮১জন, মতলব দক্ষিণে ১৪১জন, শাহরাস্তিতে ১২৫জন, হাজীগঞ্জে ১১৭জন, ফরিদগঞ্জে ১৪৪জন, হাইমচরে ৯০জন, কচুয়ায় ৫০জন এবং মতলব উত্তরে ৭৪জন। চাঁদপুর জেলায় করোনায় মৃত ৬৫জনের মধ্যে চাঁদপুর সদরে ১৯ জন, হাজীগঞ্জে ১৬জন, ফরিদগঞ্জে ৯জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮জন, শাহরাস্তিতে ৫জন , মতলব দক্ষিণে ৩জন এবং হাইমচরে ১জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *