১৬৮ কোটি টাকা আত্মসাতের মূল হোতাকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জের সিআইডি
মোঃ সোহেল কিরণঃ ১৬৮ কোটি টাকা আত্মসাতের মামলার মূল হোতা রুরাল ডেভলপমেন্ট প্রোগাম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সম্পাদক মাহবুবুর রহমান সৌরভকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জের সিআইডি। দীর্ঘ চার বছর পলাতক থাকার পর বৃহষ্পতিবার গভীর রাতে মিরপুর শেওড়াপাড়া এলাকা থেকে সৌরভকে গ্রেফতার করা হয়। নাটোর জেলার বড়াইগ্রাম থানার মৌখাড়া বাজার সাকিনের নূর মোহাম্মদের ছেলে আসামী মাহবুবুর রহমান সৌরভ। এর আগে এই ঘটনায় গত ২০১৬ সালে নারায়ণগঞ্জ সদর উপজেলা সমবায় অফিসার আবদুস সোবহান বাদী হয়ে একটি মামলা দায়ের। আজ সিআইডির এক প্রেস বিজ্ঞপ্তিতে এস আই সেলিম রেজা জানান, রুরাল ডেভলপমেন্ট প্রোগাম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ নামের সমিতি খুলে একটি প্রতারক চক্র নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় আঞ্চলিক অফিস গঠন করে। এরপর থেকে শুরু হয় সহজ, সরল সাধারণ মানুষকে অধিক মুনাফা ও সহজ কিস্তিতে ঋন দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করা। হত দরিদ্র সাধারণ মানুষ আর্থিক প্রয়োজনে এই চক্রের সংস্পর্শে এলে তারা নানা ধরণের প্রলোভন দেখিয়ে টাকা গ্রহণ করে। এভাবে সাধারণ মানুষের থেকে একশত আটষট্টি কোটি ঊনচল্লিশ লক্ষ একানব্বই হাজার আটশত এক টাকা প্রতারণার মাধ্যমে কৌশলে নিয়ে প্রতারক চক্র তাদের অফিস বন্ধ করে দেয় এবং আত্মগোপন করে। অপরাধ আড়াল করতে অফিসিয়াল সকল ডকুমেন্টে আসামীরা তাদের আসল পরিচয় গোপন করে ভিন্ন নাম-ঠিকানা প্রদান করে। ২০১৬ সাল থেকেই আসামীরা পলাতক ছিল। তদন্তের দায়িত্ব নেওয়ার পর আসামী সৌরভকে গ্রেফতার করতে সক্ষম হয় সিআইডি। গ্রেফতারকৃত আসামীকে রিমান্ড আবেদন আদালতে প্রেরণ করা হয়েছে।