কুমিল্লায় হানিফ পরিবহনের বাসচালক ইয়াবাসহ আটক করেছে র‌্যাব

Spread the love

কুমিল্লা প্রতিবেদকঃ কুমিল্লায় হানিফ পরিবহনের বাসচালককে ১৯ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে র‌্যাব। গ্রেফতারকৃত মোঃ আইয়ূব আলী চট্রগ্রাম জেলার লোহাগাড়া থানার পদুয়া গ্রামের মৃত সালেহ আহমেদের ছেলে। গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা আলেখারচর বিশ্বরোড এলাকায় শনিবার (১১ জুলাই) ভোরে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে হানিফ পরিবহনের বাসে লুকিয়ে ইয়াবা পাচারকালে ওই মাদক ব্যবসায়ী মোঃ আইয়ুব আলী (৫০) কে আটক করেছেন। তার কাছ থেকে ১৯ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হানিফ পরিবহনের বাসটিও জব্দ করা হয়। মোঃ আইয়ুব আলী দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *