মুরাদনগর হাসপাতালে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের অর্থায়নে ১টি লিকুইড অক্সিজেন ট্যাংক উদ্বোধন

Spread the love

আবুল কালাম আজাদঃ কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর কারণ হাইপ্রক্সিয়া। প্রয়োজনের সময়ে হাই ফ্লো অক্সিজেন না পাওয়া। যতটা হাইফ্লো অক্সিজেন রোগীর দরকার ছিল ততটা সরবরাহ না করা। রোগী অক্সিজেন রোগীর পেয়েছিল সেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সোমবার সকাল ১০টায় মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমপির নিজস্ব অর্থায়নে লিকুইড অক্সিজেন ট্যাংক স্থাপন কালে প্রধান অতিথি হিসেবে এফবিসিসিআইএর সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন (এমপি) এসব কথা বলেন। তিনি আরো বলেন, কোভিড-১৯ আক্রান্ত মুমূর্ষ রোগীদের জীবন বাঁচাতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লিকুইড অক্সিজেন ট্যাংক ১টি  করেছি । হাই-ফ্লো নজেল ক্যানোলা অক্সিজেন সার্ভিস চালু হওয়ায় এক সঙ্গে ১০ জন করোনা রোগী এই সুবিধা পাবে। উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর।  কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ২হাজার ৩০৫ জনের মৃত্যুও ঘটনা ঘটেছে। ৮০ ভাগেরই মৃত্যু হয়েছে অক্সিজেন ঘটতিজনিত কারণে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীর লক্ষণ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অক্সিজেন সরবরাহ না থাকলে সেটি দেওয়া সম্ভব হয় না।উপজলো নির্বাহী র্কমর্কতা অভিষেক দাস সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে আরো উপস্থতি ছিলেন কুমিল্লা উত্তর জলো আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমনি, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কমিশনা, সহকারী কমশিনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, জলো পরষিদ সদস্য ভিপি জাকির হোসনে, উপজলো ভাইস চেয়ারম্যান এডভোকটে আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চয়োরম্যান সানোয়ারা বেগম লুনা, উপজলো স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা র্কমর্কতা ডা. নাজমুল আলম ও উপজলো পরিবার-পরিকল্পনা র্কমর্কতা মিজানুর রহমান প্রমুখ। মুরাদনগর উপজলো স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা র্কমর্কতা ডা. নাজমুল আলম বলেন, করোনায় যারা আক্রান্ত হন, তাদের বেশির ভাগই শ্বাসকষ্ট নিয়ে মারা যায়। তবে হাসপাতালে এই সন্ট্রোল অক্সজিনে সরবরাহ ইউনটি চালু হওয়ায় এখন তা থেকে রক্ষা পাবনে রোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *