চাঁদপুরে বিষ খেয়ে আত্ম হত্যা
মোহাম্মদ বিপ্লব সরকার : চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামে পরিবাবের সাথে অভিমান করে বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্রে জানাযায়। বৃহস্পতিবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামের বিশ্বাস বাড়ির মৃত শৈলেন বিশ্বাসের ছেলে প্রবির বিশ্বাস (৩৫)পরিবারের সাথে বিভিন্ন কারণে মতোবিরোধ দেখা দেয়।এতে প্রবির রাগে ক্ষোভে কীটনাশক জাতীয় বিষাক্ত ঔষধ খেয়ে আত্ম হত্যার পথ বেছে নেয়।মুমূর্ষঅবস্থায় প্রবির কে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টায় প্রবির বিশ্বাস কে মৃত ঘোষণা করে।পরে চাঁদপুর মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে প্রবির বিশ্বাসের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।