কুমিল্লায় আগুন দিয়ে প্রবাসীর বাড়ী জালিয়ে দেয়ার অভিযোগ
শাকিল মোল্লা: কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী গ্রামে রাতের আধারে এক প্রবাসীর বাড়ী আগুন দিয়ে জ¦ালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে সন্ত্রাসীদের ভয়ে প্রবাসীর পরিবার এলাকাছাড়া হয়ে মানবেতর জীবন যাপন করছে।জানা যায়, কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী গ্রামের মন্টু মিয়ার পুত্র প্রবাসী আইয়ূব খান এর বাড়ীতে বুধবার গভীর রাতে অগ্নকান্ডের ঘটনা ঘটে। আইয়ূব খানের স্ত্রী রেবা আক্তার অভিযোগ করেন একই গ্রামের পাশ^বর্তী মতিন, সাদেক, জাহাঙ্গীর, কামাল, হাফিজ গংরা গভীর রাতে তাদের বাড়ীতে লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। অগ্নিকান্ডে ঘরে থাকা আসবাবপত্র, জায়গার দলিল সহ মূল্যবান কাগজপত্র পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের পর ওই সন্ত্রাসীদের হুমকি ধমকিতে এলাকাছাড়া প্রবাসীর পরিবার বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আইয়ূব খানের মা হোসনেয়ারা জানান, অভিযুক্তদে সাথে আমাদের গৌমতির চরের জায়গা নিয়ে দীর্ঘদিন যাবন বিরোধ চলে আসছিল। আমার স্বামীও তাদের তান্ডবের ভয়ে হার্ড এট্যাক করে মারা যায়। কিছুদিন পূর্বে সন্ত্রাসীরা নিজেরা নিজেরা মারামারি করে আমার ছেলে আয়ূব খান ও বাদল খানকে আহত করে উল্টো আমার ছেলেদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়। এছাড়াও তারা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। সবশেষ বুধবার রাতের আধারে আমাদের বাড়ীতে লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করছি।