হোমনায় ইউএনও’র হস্তক্ষেপে প্রাথমিক বিদ্যালয়ের জমি সংক্রান্ত বিরোধের অবসান

Spread the love


হোমনা প্রতিবেদকঃ হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের খন্দকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের অবসান হয়েছে। শনিবার(১৮ জুলাই) হোমনা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তাপ্তি চাকমার উপস্থিতিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে এ অবরোধের অবসান হয়। তারপর বিদ্যালয়ের নতুন ভবনের লে আউট’র উদ্বোধন করা হয়।এসময় উপজেলা প্রকৌশলী এলজিইডি মুহাম্মদ জুনায়েদ আবছার চৌধুরী, জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাইজুল মোল্লা,ইউপি সদস্যসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ বিষয়ে ইউএনও তাপ্তিচাকমা বলেন,দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ের সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা হয়েছিল। উপজেলা প্রকৌশলী ও ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সমঝোতার চেষ্টা করে আসছিলাম।অবশেষ আমার বদলী জনিত কারনে লক্ষীপুর জেলার রামগঞ্জ চলে যাওয়ার পূর্ব মুহুর্তে এ বিরোধের আবসান হওয়ায় আমি আনন্দিত ও গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *