দালালরে খপ্পরে পরে ভিয়েতনামে মানবেতর জীবন যাপন করছে কুমিল্লার ১৩ যুবক
শাকিল মোল্লাঃ কুমিল্লা জেলার দাউদকান্দির ১৩ যুবক দালালের খপ্পরে পরে ভিয়েতনামে মানবেতর জীবন যাপন করছে। তাদেরকে দেশে ফিরিয়ে আনার আকুতি জানাচ্ছেন পরিবারের সদস্যরা। এ জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করছেন। ধারদেনা করে এলাকার আদম ব্যাপারি দাউদকান্দি উপজেলার উত্তর গাজিপুর বড়িয়াকুড়ি গ্রামের মৃত আব্দুল মান্নান ও পারুল বেগমের ছেলে মোজাম্মেল এবং একই উপজেলার হাসনাবাদের আতিকুর রহমানের প্রলোভনে পরে ১৩ যুবকে অবৈধভাবে ভিয়েতনামে পাঠানো হয়। সেখানে তাদেরকে কোন কাজ কর্ম ও বৈধতা না দিয়ে ওই দুই দালাল এখন লাপাত্তা। দালালদের সাথে ভুক্তভোগী পরিবারের লোকজন যোগাযোগ করলে উল্টো ওই যুবকদেরকে মেরে ফেলার হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। এদিকে ওই যুবকের পরিবারের সদস্যরা জানায় তারা কাজ কর্ম এবং বৈধতা না পেয়ে এখন ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসের সামনে খেয়ে না খেয়ে দেশের ফেরার প্রহর গুনছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দুরদশার চিত্র পরিবারের সদস্যদের দেখাচ্ছেন। দাউদকান্দি সদরের দোনারচর গ্রামের মমিন মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া, দিঘীরপাড় গ্রামের বিল্লাল মিয়ার ছেলে আলমগীর হোসেন, শেন্দী গ্রামের মাছুম মুন্সী, বড়িয়াকুড়ি গ্রামের মৃত আব্দুল জলিল এর ছেলে মনির হোসেন দৌলতপুর গ্রামের এমামদ উদ্দিনের ছেলে রায়হান উদ্দিন সহ মোট ১৩ জন ভিয়েতনামে দালালদের মাধ্যমে পাড়ি জমান। ওই পরিবারের সদস্যরা জানান আমাদের সন্তানদের ভাগ্য পরিবর্তন এবং সংসারের হালধরতে তাদেরকে জমি জমা বিক্রি করে, কিস্তিতে টাকা উঠিয়ে ভিয়েতনমে পাঠালাম। এখন একেতো ধারদেনায় র্জজরিত। অপরদিকে তাদেরকে জীবিত পাব কি না তা নিয়ে শংঙ্কায় আছি। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।