চান্দিনায় মোবাইল ফোন দোকানে চুরির ঘটনায় নৈশ প্রহরী আটক

Spread the love

শাকিল মোল্লাঃ কুমিল্লার চান্দিনা বাজারের ষ্টেশন রোডে “হানিফ ব্রাদার্স” নামে মোবাইল দোকানে চুরির ঘটনায় ওই স্থানে পাহারায় দায়িত্বে থাকা নৈশ প্রহরী  বশির আহমেদ (৪০)কে আটক করে জেল হাজতে পাঠিয়েছে চান্দিনা থানা পুলিশ। বশির দেবিদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের মৃত: আব্দুল কাদের ভূইয়ার ছেলে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ৩টা ৩৭ মিনিটে চোরেরা যখন ওই মোবাইল দোকানে টিনের চাল কেটে এবং লোহার রডের নেট কেটে ভিতরে ঢুকে টাকা ও মোবাইল সেট এবং মোবাইল সামগ্রী চুরি করে নিচ্ছিল সে ওই সময় ওই দোকানের সামনে ঘুরাঘুরি করছিল। এ ঘটনায় হানিফ ব্রাদার্স এর স্বত্বাধিকারী মোঃ শাহজালাল বাদী হয়ে অজ্ঞাত চোর ও ঘটনার সাথে জড়িত সন্দেহে নৈশ প্রহরীর নামে ২০ জুলাই  চান্দিনা থানায় একটি  মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১৪ জুলাই সন্ধ্যা ৭টায়  চান্দিনা বাজারস্থ  ষ্টেশন রোডে গোলাম রব্বানী মার্কেটের সম্মুখে অবস্থিত “হানিফ ব্রাদার্স” মোবাইল দোকান বন্ধ  করে বাড়ি চলে যায়। পরদিন সকালে দোকানের তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখে ক্যাশ বাক্স ও অন্যান্য মালামাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবং দোকানের টিনের চাল ও রডের নেট কাটা। এসময় চোরেরা দোকানে থাকা নগদ ৪ লক্ষ ৮৬ হাজার টাকা  এবং  ৬লক্ষ ৭৫হাজার ৬০টাকার মোবাইল সেট নিয়ে যায়। সর্বমোট  ক্ষতির পরিমাণ ১১লক্ষ ৬১ হাজার ৬০টাকা।

এ ব্যাপারে জানতে চাইলে চান্দিনা থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ আবুল ফয়সল জানান, সিসি ক্যামেরা ফুটেজ দেখে আমাদের ধারণা সে জড়িত রয়েছে কিন্তু সে স্বীকার করছে না।  ফুটেজে আরো দেখা যায় দোকানের সামনে থেকে চোরেরা মোবাইল ফোনে  আলো জ্বালাইলে সে দোকানের সামনে যায় এবং সেখান থেকে ১০ হাত দুরে অবস্থান নেয়। সেখান থেকে দোকান এবং দোকানের চাল সুন্দরভাবে দেখা যায়। আমাদের মনে হচ্ছে সে সেখান থেকে পাহারা দিচ্ছিল। আমরা তথ্য বের করার জন্য ৫দিনের রিমান্ড চেয়েছি ।

উল্লেখ্য ২০১৬ সালে ৮নভেম্বরে হানিফ ব্রাদার্স সহ ৪টি মোবাইল দেখানে চুরি সংঘটিত হয়েছিল। এছাড়া বিভিন্ন সময় চান্দিনা বাজারে মোবাইল দোকান সহ অনেক দোকানে চুরির ঘটনা ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *