কুমিল্লার ময়নামতিতে ট্রাক-লেগুনার সংঘর্ষে ভাই বোনসহ নিহত ৪, আহত ৫

Spread the love



কুমিল্লা প্রতিবেদকঃ কুমিল্লার ময়নামতিতে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ভাই বোনসহ ৪ জন নিহত হয়েছে ও গুরুতর আহত হয়েছে ৫ জন। রবিবার (২৬ জুলাই) বেলা বারোটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলায় ময়নামতি ইউনিয়নের হরিণধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন মহিলা। ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য যে দুর্ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়, একজন নারী ক্যান্টনমেন্ট ময়নামতি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যুবরণ করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।দুর্ঘটনার পরপর ময়নামতি হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ শুরু করেন। সাময়িক যানজট নিয়ন্ত্রনের পর রাস্তায় যানবাহন চলাচল শুরু হয়েছে।এদিকে নিহতদের মাঝে দুজনের পরিচয় নিশ্চিত করেছেন পীরযাত্রাপুর ইউনিয়নের ঠিকাদার বিল্লাল হোসেন তিনি বলেন নিহত দু’জন হলো বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত নবী নেওয়াজ মিয়ার ছেলে মোহাম্মদ বিল্লাল হোসেন ভূঁইয়া (৩০) ও তার আপন ছোটবোন নিপা আক্তার (২৮)। বাকি হতাহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *