চাঁদপুরে ১৯ পিচ ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী শামীম আটক
মোহাম্মদ বিপ্লব সরকার : চাঁদপুর শহরের কদমতলা এলাকা থেকে ১৯ পিচ ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী শামীমকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২৭ জুলাই সোমবার বিকেলে শহরের কদমতলা এলাকার সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সম্মুখ থেকে সিএনজি যোগে যাওয়ার সময় মাদকসহ তাকে আটক করা হয়। শহরের কোড়ালিয়া রোডের বাসিন্দার শামীম দীর্ঘ দিন ধরে ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে অসেছে। অভিযানের বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারি পরিচালক মোঃ দিদারুল আলম বলেন, শহরের কোড়ালিয়া রোড এলাকার মাদক ব্যবসায়ী শামীম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। আমরা আজকে গোপন সংসবাদের ভিত্তিতে শহরের কদমতলা এলাকার সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সম্মুখ থেকে সিএনজি যোগে যাওয়ার সময় ১৯ পিচ ফেন্সিডিলসহ তাকে আটক করি। একাজে বিশেষ সহযোগিতা করেন নতুন বাজার ফাঁড়ির এএসআই সুদর্শন কুড়ি। অভিযানকালে আরো উপস্থিত ছিলেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মুজিবুর রহমান, এসআই পি আর হোসেন, এএসআই কাজী শামছুল বাড়ি, আশরাফ আলী ও সিপাহি সাইফুল ইসলাম।