শুরু হচ্ছে বিশ্বকাপ সুপার লিগ
সৈয়দ আখতার সিরাজী : করোনা ভাইরাস মহামারির কারণে শিডিউল বিপর্যয়ে পড়েছে ক্রিকেটের আয়োজনগুলো। কয়েক মাস পিছিয়ে দেয়া হয়েছিল আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ। তবে এবার মাঠে গড়াতে যাচ্ছে বিশ্বকাপ সুপার লিগ।বৃহস্পতিবার ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হচ্ছে আইসিসির এই নতুন লিগ পদ্ধতি।বিশ্বকাপ সুপার লিগে আইসিসির র্যাঙ্কিংয়ের শীর্ষ ১২ দল এবং ২০১৫-১৭ মৌসুমে সুপার লিগের চ্যাম্পিয়ন দল নেদারল্যান্ডসহ মোট ১৩ দল অংশ নিবে এতে। লিগের প্রতিটি দল হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে ৪টি করে মোট ৮টি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এই লিগের শীর্ষ ৭ দল ২০২৩ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।আর আয়োজক ভারত সরাসরি খেলবে তাদের ঘরের মাঠের বিশ্বকাপ। এ প্রসঙ্গে আইসিসির মহাব্যবস্থাপক জিওফ অ্যালারডিস বলেছেন, ‘এই লিগের মাধ্যমে আগামী তিন বছর ওয়ানডে ক্রিকেটে বাড়তি মাত্রা যোগ হবে। কেননা এর সঙ্গে ২০২৩ সালের বিশ্বকাপে অংশগ্রহণ জড়িত। সুপার লিগের ফলে বিশ্বের ক্রিকেট দর্শকরা আরও জমজমাট খেলা দেখতে পারবে।’ ২০২৩ সালের ফেব্রæয়ারি-মার্চে বিশ্বকাপ শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের প্রভাবে আগামী দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছাতে হয়েছে। এর ফলে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচিতেও পরিবর্তন আনতে হয়েছে। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় এই আসর মাঠে গড়াবে ২০২৩ সালের অক্টোবর-নবেম্বরে। বিশ্বকাপ সুপার লিগে অংশ নিতে ইতোমধ্যে ইংল্যান্ডে পৌঁছেছে আয়ারল্যান্ড দল। দুটি প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে তারা। ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ হবে আগামী ৩০ জুলাই। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচটি হবে ১ এবং ৪ আগস্ট।