চাঁদপুরের শাহরাস্তিতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

Spread the love

মোহাম্মদ বিপ্লব সরকারঃ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের কাকৈরতলা এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছে । বুধবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা চালকসহ সিএনজির যাত্রী। নিহতরা হলেন, সিএনজি অটোরিকশার চালক শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মনির হোসেন(৩০), যাত্রী ফেনীর সোনাগাজীর চরচান্দিয়া গ্রামের গুনধর চক্রবর্তী (৭০), নোয়াখালীর চর আমানুল্লা গ্রামের হরি চন্দ্র চক্রবর্তী (৫৫)। এছাড়া দুর্ঘটনায় আরো ৩জন আহত হয়েছেন ।এর মধ্যে গুরুতর আহত একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উল্লেখিত যাত্রীরা মঙ্গলবার মেহের উত্তর ইউনিয়নের ঠাকুরবাড়িতে আসে তাদের আত্মীয়ের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে। বুধবার মুদাফফরগঞ্জ হয়ে তারা নোয়াখালী যাচ্ছিল। তাদের বহনকারী সিএনজি শাহরাস্তির দোয়াভাঙ্গা থেকে মুদাফফরগঞ্জ যাচ্ছিল । অপরদিকে বাসটি ঢাকা থেকে চাঁদপুর আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *