পল্লবী থানার ভেতরে বিষ্ফোরণঃ ৫জন আহত

Spread the love

টাইমস্ অনলাইন ডেক্সঃ ঢাকার পল্লব থানায় উদ্ধার করা বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিষ্ফোরণে ৫ পুলিশ সদস্য আহত হয়েছে।বুধবার (২৯) জুলাই) ভোরাতে পল্লবী থানা কম্পাউন্ডের ভেতরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ডিএমপি’র মোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।বোমা বিষ্ফোরণে আহরা হলেন, পল্লবী থানার ওসি তদন্ত পুলিশ পরির্দক ইমরান(৪৮), এসআই সবীব(৩০), পিএসআই অস্কুশ(২৮), পিএসআই রুমি(২৮) আহত হয়েছেন। এছাড়া রিয়াজ (২৮) নামে একজন আহত হয়েছে।বর্তমানে রুমি ও রিয়াজ জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। পিএসআই অঙ্কুশ চক্ষু হাসপাতালে আছেন। ওসি তদন্ত ইমরান ও এস আই সজীব প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন,ভোরে পল্লবীর কালশী কবরস্থান এলাকায় একটি অভিযানে বোমা উদ্ধার করে পুলিশ। পরে সেটি নিষ্ক্রিয় করতে গেলে অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটে। এতে এক পরিদর্শকসহ ৫ পুলিশ সদস্য আহত হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন,রাতে থানা কম্পাউন্ডের ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি বোমা দেখতে পেয়ে তারা বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেন।বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই বোমাটি বিস্ফোরিত হয়।এতে চার জন পুলিশ সদস্য ও একজন সাধারণ নাগরিক আহত হন।তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।এর মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে চক্ষু হাসপাতালে স্থানান্তর ও দু’জনকে ভর্তি রাখা হয়েছে।ঢাকা মোট্টোপলিটন পুশিশের উপ- কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন গনমাধ্যমকে বলেন, পল্লবী থানা পুলিশ দু’টি আগ্রেয়াস্ত্রসহ তিন জন সন্ত্রাসীকে আটক করে থানায় নিয়ে আসেন। সন্ত্রাসীদের কাছে ওজন মাপার মেশিনৈর মতো একটি যন্ত্র ছিল। ওই যন্ত্রটি ডিউটি অফিসারের কক্ষে রাখা হলে তা বিস্ফোরিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *