পবিত্র ঈদুল আজহাকে ঘিরে চাঁদপুরে সক্রিয় হয়ে উঠছে মলম পার্টি ও প্রতারক চক্র

Spread the love

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে মলম পার্টি, প্রতারক ও ছিনতাইকারী চক্র। চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে ঘটছে চুরি ও ছিনতাই এবং মলম পার্টির খপ্পরে পড়া নানা ঘটনা। এমনকি লাখ লাখ টাকার জাল নোট নিয়েও মাঠে নেমেছে প্রতারক চক্ররা। প্রতি বছর ঈদ এলেই প্রতারক চক্র, মলম পাটি, চোর ও ছিনতাই কারীদের দৌরাত্ম বেড়ে যায়। লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, রেলওয়ে, ব্যাংক, হাসপাতালসহ বিভিন্ন স্থানে মানুষজনকে বিভিন্নভাবে ধোকা দিয়ে নগদ অর্থসহ, স্বর্ণালন্কার, মোবাইল সেট অথবা প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এবার ও ঈদুল অযহাকে সামনে রেখে তারা শহরের বিভিন্ন স্থানে চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। গত কয়েকদিন ধরে চাঁদপুর শহরের বিভিন্নস্থানে এরম কয়েকটি ঘটনার খবর পাওয়া গেছে। বিশেষ করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের টিকেট কাউন্টারের সামনে প্রতিদিনই ঘটছে কোন না কোন চুরির ঘটনা। সেখানে যেসকল নারী রোগীরা ডাক্তার দেখাতে হাসপাতালে যান। ওইসকল নারীদের সাথে থাকা ভ্যানটি ব্যাগ থেকে চুরি হচ্ছে নগদ অর্থ, মোবাইল সেট কিংবা গলার চেইন সহ স্বর্নলংকার। বর্তমানে ঈদকে সামনে রেখে আরো বেশি সক্রিয় হয়ে উঠেছেন এসব প্রতারক চক্রটি। তারা মানুষকে নেশ্রা জাতীয় দ্রব্য দিয়ে টাকা পয়সা নিয়ে যান। এছাড়াও শহরের বিভিন্নস্থানে চুরি ও ছিনতাইয়ের এবং ক’জন মলম পাটির খপ্পরে পড়ার খবর পাওয়া গেছে। ঈদকে ঘিরে বিভিন্ন জেলা থেকে মানুষজন গ্রামের বাড়িতে ঈদ করার জন্য আসতে শুরু করেছে। অনেকে গভীর রাতেও একা কিংবা পরিবার পরিজন নিয়ে ঘভির রাত করে তাদের গন্তব্যে ছুটে যান। তাই তাদের নিরাপত্তার জন্য চোর ও ছিনতাই কারীদের কবল থেকে বাঁচতে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে পুলিশ পাহারা জোরদারের প্রয়োজন বলে মনে করছেন সচেতনমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *