চাঁদপুর জেলা আওয়ামীলীগ সহ সভাপতি শহিদুল্লা মাসবটারের ইন্তেকাল
মোহাম্মদ বিপ্লব সরকার: চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি ও প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল্লা মাস্টার পবিত্র ঈদুল আযহার দিন বিকাল ৪টায় নিজ বাড়ী চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড দাসদি গ্রামে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। শহিদুল্লা মাস্টার একজন দক্ষ রাজনীতি বিদ ছিলেন। তিনি দিঘ্যদিন যাবৎ আওয়ামী লীগের রাজনিতীর সাথে সম্পৃক্ত ছিলেন।মৃত্যূর পূর্ব পর্যন্ত চাঁদপুর জেলা আওয়ামী লীহের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।শহিদুল্লা মাস্টার কিডনি ও হৃদরোগে বহুদিন ধরে আক্রান্ত ছিলেন।কিছুদিন আগে বৈশ্বিক করোনা মহামারি রোগে আক্রান্ত হন। করোনায় আক্রান্ত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিয়ে এক সপ্তাহ আগে সুস্হ হয়ে চাঁদপুরে গ্রামের বাড়িতে আসেন।রবিবার সকাল ১০টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবর স্হানে তার দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানাযায়।