চাঁদপুরের কচুয়ায় চাঞ্চল্যকর স্কুল ছাত্রী হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
মোহাম্মদ বিপ্লব সরকার : কচুয়ায় চাঞ্চল্যকর স্কুল ছাত্রী হত্যা মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।৩ আগষ্ট সোমবার কচুয়া থানা পুলিশ হত্যা মামলার মুলহোতা দুই আসামীকে গ্রেফতার করে। চাঁদপুর এমএ খালেক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী মিশুর পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে সোমবার কচুয়া থানায় মামলা দায়ের করা হয়।কচুয়া থানার ওসি ওয়ারী উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। প্রসংগত: শুক্রবার দুপুরে উপজেলার কড়ইয়া ইউনিয়নের বড়হায়াতপুর গ্রামের প্রবাসীআবু হানিফের কন্যা কামরুননাহার মিশু বাড়ির পাশের মাঠ থেকে ছাগলের জন্যে ঘাস কাটতে গিয়ে আর বাড়ি ফিরে নাই। আত্মীয় স্বজনদের বাড়ি ও বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে শনিবার কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। ২ আগস্ট রবিবার বড়ির পাশে খালে মিশুর মরদেহ ভেসে উঠতে দেখতে পায় । সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়। স্কুল ছাত্রী মিশুর মামা ইকবাল সাংবাদিকদের জানান তার ভাগ্নিকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। এলাকাবাসী প্রশাসনের নিকট মিশু হত্যা বিচারের দাবী জানিয়েছে