দাউদকান্দি লাল-সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে নিহত ১ আহত ১০

Spread the love

টাইমস নিউজ ডেস্ক:নোয়াখালী-ঢাকা মহাসড়কে দাউদকান্দি উপজেলার আমিরাবাদ বাসস্ট্যান্ডে লাল-সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এঘটনায় ১ পথচারী নিহত এবং বাসের ৮/১০ যাত্রী আহত হয় ।আমিরাবাদ এলাকার বাসিন্দা সোহাগ ভূঁইয়া (৩২)নামে পথচারী নিহত হয়েছে।এ সময় এক পথচারীসহ বেশ কয়েকজন বাস যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট)সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার আমিরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।দাউদকান্দি হাইওয়ে থানার ওসি সরকার আবদুল্লাহ আল-মামুন জানান, নোয়াখালী-ঢাকা রুটে চলাচল করা লাল-সবুজ পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিলো। আমিরাবাদ এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।এ সময় ঘটনাস্থলে থাকা এক পথচারী নিহত হয়। আহত হয় আরও এক পথচারী। বাসের ভিতরে থাকা ৮/১০ যাত্রী সামান্য আহত হয়।হাইওয়ে পুলিশ ও ট্রমালিংক’র স্বেচ্ছাসেবক দল আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *