রূপগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শোকর্যালী, পুস্প স্তবক অর্পণ ও দোয়া মাহফিল
নারায়ণগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ৮ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকায় পৃথক পৃথক ভাবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর উদ্যোগে কাঞ্চন পৌর বিএনপির যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা শোকর্যালী, পুস্প স্তবক অর্পণ ও দোয়া মাহফিল করে।
স্বাস্থ্য বিধি বজায় রেখে কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার, রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. মাহফুজুর রহমান হুমায়ূন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা ওলামা দলের সভাপতি শামসুর রহমান খাঁন বেনু, থানা যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন আহাম্মেদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক রিপন, কাঞ্চন পৌর যুবদলের আহবায়ক ও কাউন্সিলর মফিকুল ইসলাম খাঁন, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ, কাউন্সিলর রোকন উদ্দিন, জামাল উদ্দিন প্রমুখ।