মুরাদনগরে আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি
মুরাদনগরে আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি
আবুল কালাম আজাদ ভূইয়াঃ মুরাদনগরে আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।তিনি মুরাদনগর ২২টি বিভিন্ন ইউনিয়নে গ্রামে গ্রামে গিয়ে নেতাকর্মীদের খোঁজ খবর নেন ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।শ্রীকাইল ইউনিয়ন, আকুবপুর ইউনিয়ন, বাঙ্গরা পূর্ব ইউনিয়ন, বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন, চাপিতলা ইউনিয়ন, টনকি ইউনিয়ন, নবীপুর পূর্ব ইউনিয়ন, নবীপুর পশ্চিম ইউনিয়ন, মুরাদনগর সদর ইউনিয়ন, ধামঘর ইউনিয়ন, জাহাপুর ইউনিয়ন,পাহাড়পুর ইউনিয়ন,ছালিয়াকান্দি ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের ৮০টি স্থানে গিয়ে আওয়ামীলীগ,যুবলীগ,শ্রমিকলীগ,সেচ্ছাসবেকলীগ,কৃষকলীগ,ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ঢাকা থেকে মুরাদনগর ছুটে আসেন। এ সময় তাঁর সাথে ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন,ন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হারুন-আল রশীদ, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, মুরাদনগর উপজেলা পরিষদ সাবেক সভাপতি হারুন অর রশিদ,, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সহ-সভাপতি গোলাম ফারুক রানা, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন ও উপজেলা সদস্য আরিফুল ইসলাম শাহেদ প্রমুখ।ইউসুফ আব্দুল্লাহ হারুন বলেন, মুরাদনগরে শতভাগ বিদ্যুৎতায়ন করা হয়েছে। প্রতিটি স্কুল মাদ্রাসা ও কলেজ বহুতল ভবন নির্মন করা হয়েছে।ইউসুফ আব্দুল্লাহ হারুন আরও বলেন, মুরাদনগর যুবলীগ ও ছাত্রলীগ ৩০ সদস্য একটি কমিটি ঘটন করা হয়েছে এরা মুরাদনগর করোনা ভাইরাসে আক্রন্তে যারা মারা গেছেন তাদেরকে কাফন ও দাফন করেছেন। তারা জীবনের ঝুঁকি নিয়ে করোনাকালে ৫দাপে প্রতিটি ইউনিয়নে জনগণের মাঝে খাদ্য সামগ্রী ও অর্থ সহায়তা পৌছে দিয়েছেন।করোনা ভাইরাসের কারণে সকলের সাথে দেখা করতে পারিনি বলে দুঃখিত । সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে ঈদ শুভেচ্ছা বিনিময় করলাম।