মুরাদনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নন এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুদানের চেক দিলেন এমপি

Spread the love

আবুল কালাম আজাদ ভূইয়া: নন এমপিও কারিগরি ও এবতেদায়ী মাদরাসার শিক্ষক এবং কর্মচারীদের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে চেক বিতরণ করেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদারের উপস্থাপনায় চেক বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, মুরাদনগর থানার ওসি (তদন্ত) নাহিদ আহমেদ, প্রমুখ। অনুষ্ঠানে ৯টি প্রতিষ্ঠানের  ৫৭ জন শিক্ষক ও ১৪ জন কর্মচারীদের মাঝে ৩ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *