চাঁদপুরে মেঘনার পানি বিপদসীমার ৬৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে
মোহাম্মদ বিপ্লব সরকার : পূর্ণিমার প্রভাব কেটে গেলেও দক্ষিণা বাতাসে পদ্মা-মেঘনার পানি ফুলে-ফেঁপে উঠেছে। এ কারণে চাঁদপুরে মেঘনার পানি বৃহস্পতিবার সন্ধা ৭ টায় বিপদসীমার ৬৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় । ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে শহর রক্ষা বাঁধ।বিকেলে জোয়ারে পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চল ও ইউনিয়ন গুলোর নিচু এলাকা প্লাবিত হয়। উত্তাল মেঘনার প্রভাবে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন, আলুর বাজার, ইব্রাহিমপুর ইউনিয়ন, হাইমচর উপজেলার ঈশানবালা এবং শহর রক্ষা বাঁধের মোলহেড এলাকা ঝুকিপূর্ন হয়ে পরেছে। পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার জানিয়েছেন, পূর্ণিমার প্রভাব আর দক্ষিণা বাতাসের কারণে পদ্মা মেঘনাঊত্তাল হয়ে উঠেছে। নদীতে পানি বৃদ্ধি পেয়েছে।চাঁদপুর মেঘনায় বিপদসীমার ৬৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ভাঙ্গন রোধে পাউবো সকল প্রস্তুতি নিয়ে রেখেছে। তিনি আরো জানান,যে ভাবে নদীতে পানি বৃদ্ধি হচ্ছে তাতে চাঁদপুর শহর রক্ষা বাঁধ সবচেয়ে বেশি ঝুকির মাঝে রয়েছে। সে জন্য আমরা চাঁদপুর শহর রক্ষা বাঁধ এলাকায় বালু ভর্তি জজি ওব্যাগ প্রস্তুত ককরে ররেখেছি।বিকেলে জোয়ারের পানি ববৃদ্ধি পপাওয়ায় শহরের ককিছু ককিছু এলাকায় জলাবদ্ধতার সৃস্টি হয়েছিল ক্ষনিক সময়ের জন্য।