যাত্রাপুর গ্রামে শহীদুল ইসলাম হোরন মিয়া কুলখানি অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ যাত্রাপুর বিশিষ্ট সমাজ সেবক মরহুম শহীদুল ইসলাম হোরন মিয়া কুলখানি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০আগষ্ট)সকাল ১০টায়, কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা ১০ নং যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের পশ্চিমপাড়া মরহুম শহীদুল ইসলাম হোরন মিয়া নিজ বাড়ীতে রগুরামপুর, চৌনপুর, সিংহাড়িয়া, মোচাগড়াসহ আশেপাশের কয়েকশ’লোক ওই মিলাদে অংশ গ্রহন করেন। সকাল ১০টা থেকে দিনব্যাপী বিভিন্ন গ্রামের মানুষ ও আত্মীয়স্বজনরা কুলখানি খাবারে অংশ গ্রহন করেন। মিলাদের শেষে মোনাজাত করেন যাত্রাপুর পূর্বপাড়া হাফিজিয়া মাদ্রাসার মুফতি জয়দাল আবেদীন, যাত্রাপুর বাজার জামে মসজিদের ইমাম আমিনুল ইসলাম অনু, যাত্রাপুর পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম নজির আহমেদ, যাত্রাপুর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম নুরুল্লাহ, যাত্রাপুর দক্ষিণ পূর্বপাড়া জামে মসজিদের ইমাম আঃ কুদ্দস, যাত্রাপুর উত্তর পাড়া জামে মসজিদের ইমাম মহসিন, যাত্রাপুর দক্ষিণ পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম শাহ জাহান, সিংহাড়িয়া হাফেজিয়া মাদ্রাসা পিন্সিপাল আব্দুল্লাহ। এতে উপস্থিত ছিলেন, মুরাদনগর প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ ভূইয়া, ডাঃ মনিরুল হক খান মনির, হোমায়ূন সওদাগর, মনিরুল হক ভূইয়া, মির্জা শহিদুল হক, আব্দুল জলিল সওদাগর,মির্জা মনির,কাজী জাহাঙ্গীর, খুরশিদ মিয়া, নাছির ভূইয়া,মোঃ মামুন মিয়া প্রমুখ। উল্লেখ্যঃ যাত্রাপুর বিশিষ্ট সমাজ সেবক শহীদুল ইসলাম (হোরন) মিয়া গত ২৫মার্চ বুধবার অসুস্থজনিক কারণে তার নিজ বাড়ীতে এন্তেকাল কারেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহে…….রাজেউন। গত ২৬ মার্চ বৃস্পতিবার বাদ আছর যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জানাজা শেষে পশ্চিম পাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ছেলে ২মেয়েসহ অসংখ্যক আত্মীয়স্বজন দুনিয়তে রেখে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *