দিগম্বরীতলা এলাকা হতে বিয়ার ও ইয়াবা সহ গ্রেফতার ০৪

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি:গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল১০ আগস্ট ২০২০ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন দিগম্বরীতলা এলাকায় (নান্নুয়ারদিঘী সংলগ্ন) এল আর এপেক্স টাওয়ার নামক একটি নির্মানাধীন ভবনে অভিযান পরিচালনা করে ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট হতে মোট ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ ক্যান বিয়ার, মাদক বিক্রির নগদ ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ ১।কুমিল্লা জেলার কোতয়ালি থানার পুরাতন মৌলভীপাড়া গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ শহিদুজ্জামান সজীব (২৮), ২। কোতয়ালি থানার কাপ্তান বাজার আদালতপাড়া গ্রামের মোঃ জহিরুল হকএর ছেলে মোঃ জুবায়েরুল হক @নিপু (৩১),৩। কোতয়ালি থানারবজ্রপুর সার্কুলার রোডের মৃত আঃ জলিলের ছেলে মোঃ শাকিল বিন জলিল (৩০) এবং ৪। বুড়িচং থানারজিয়াপুর গ্রামের মৃত আঃ জলিল ভূইয়ার ছেলে মোঃ আবুল হোসেন ভূইয়া (৩৮)।গ্রেফতারকৃতআসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। বিশেষ উল্লেখ্য যে উক্ত অভিযান শেষে আসামীদের কে প্রয়োজনীয় দালিলিক কার্যক্রম এর জন্য র‌্যাব অফিসে নিয়ে আসলে গ্রেফতারকৃতদের ছাড়ানোর জন্য র‌্যাব কে উৎকোচ প্রদানের চেষ্টাকালে আরো ০৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ ১।কুমিল্লা জেলার কোতয়ালি থানার গোবিন্দপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ বোরহান মাহমুদ কামরুল (৪৭) ২।কোতয়ালি থানার কাপ্তান বাজার থানার আদালতপাড়া গ্রামের মৃত ইউনুছ মুন্সীর ছেলে মোঃ জহিরুল হক (৬৪), ৩। কোতয়ালি থানার বজ্রপুর মৌলভীপাড়া গ্রামের আহমেদুল কবির এর ছেলে মোঃ ইফতেখারুল কবির (১৮), ৪। কোতয়ালি থানার মৌলভীপাড়া গ্রামের মৃত ফরিদ আহমেদ এর ছেলে মোঃ ফয়েজ আহমেদ অপু (৪০), ৫। কোতয়ালি থানার ছোটরা গ্রামরে মৃত আঃ বারেকের ছেলে মোঃ নিয়ামুল (৩০), ৬।কোতয়ালি থানার ইলাসপুর গ্রামের মোঃ আব্দুস সালাম এর ছেলে মোঃ আমজাদ হোসেন (৩৬)। এসময় তাদের কাছ থেকে উৎকোচ প্রদানের দুই লাখ দুই হাজার টাকা উদ্ধার করা হয় । উক্ত বিষয়ে ধৃত আসামীগণের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং উৎকোচ প্রদানের চেষ্টা করার অপরাধে দুর্নীতি দমন কমিশনের মামলা প্রদানের আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *