বাঞ্ছারামপুর মরিচাকান্দি বাজারে ইসলামী এজেন্ট ব্যাংকিং উদ্বোধন
শাহিন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর প্রতিবেদকঃ বাঞ্ছারামপুর মরিচাকান্দি বাজারে ইসলামী এজেন্ট ব্যাংকিং উদ্বোধন। সোমবার ১০ অাগষ্ট ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর দড়িয়াদৌলত ইউনিয়নের মরিচাকান্দি বাজার হাজী মহুরম আজগর আলী মার্কেটে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন করে। দেশের মানুষ তখন উন্নত দিকে যাচ্ছে তখন পৃথিবীতে কোভির ১৯ আক্রান্ত অর্থনীতি প্রভাব পরেছে।অর্থনীতি কে সচ্ছল করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইসলামী এজেন্ট ব্যাংকে প্রস্তার ঘার্টেছে।কোভিভ ১৯ মাধ্যমে ও ইসলামি এজেন্ট দ্রুত বিস্তার লাভ লাভ করেছে।মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ইসলামি এজেন্ট কাজ করে যাচ্ছে।এমন সময় উপস্থিত ছিলেন,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহবুব – এ- আলম, বিশেষ অতিথি ছিলেন, দরিয়াদৌলত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম , আরো উপস্থিত এজেন্ট গ্রাহকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ,অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সজিব আহমেদ এবং সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুরের ইসলামী ব্যাংকের শাখার মোহাম্মদ কামাল উদ্দীন পাটোয়ারী, ইসলামি এজেন্ট ব্যাংকের কর্ণধার বেনজির আহমেদ বলেন,গ্রামের মানুষের স্বার্থে গ্রাহক সেরার জন্য আমরা কাজ করে যাবো।মানুষের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে এবং টাকা পয়সা নিরাপদ ভাবে পৌছে দিতে কাজ করে যাবো।এই এজেন্ট ব্যাংকের কারনে অনেক সুবিধা হবে। প্রধান অতিথির জনাব মোঃ মাহবুব -এ- আলম বক্তব্যে বলেন, ইসলামিক সেরা দেওয়ার প্রতিষ্ঠান।এই ব্যাংকে টাকা রাখলে আপনাদের টাকা নিরাপদ থাকবে।ইসলামী ব্যাংক হলো একটি মানবিক ব্যাংক, মানুষ এবং মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের সহকর্মী কাজ করে যাচ্ছে। এবং জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে এই ব্যাংকের টাকা উত্তোলন এবং টাকা জমা দেওয়ার নির্ভরশীল একটি প্রতিষ্ঠান। আপনার টাকা ১০০% নিরাপদ থাকবে এই ব্যাংকে জমা রাখেন। প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন,ইসলামী ব্যাংক সারাবিশ্বে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। ইসলামি হল মানুষের সেবার প্রতীক। মানুষেরর আস্তা অর্জন করে। প্রত্যেক মানুষের মনে আত্ম বিশ্বাসের কাজ করে যাচ্ছে। উদ্বোধনের শেষে মরিচাকান্দি আওয়ামীলীগ এর দলীয় কার্যালয় মাঠে প্রধান অতিথি বৃক্ষ রোপন করেন।