কদমতলা স প্রা বি’র আলোচনা সভা
মোহাম্মদ বিপ্লব সরকার। চাঁদপুর শহরের কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।১৫আগস্ট শনিবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে তা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি তপন সরকারের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন, জেলা স্কাউট সম্পাদক অজয় ভৌমিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা বেগম,রায়হান আক্তার ফৌজিয়া বেগম প্রমুখ।সহকারি শিক্ষক ওমর ফারুখের পরিচালনায় শোক সভাটি অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, জাতির। জনক বঙ্গবন্ধু স্বপ্ন দেখে ছিলেন সোনার বাংলা গড়ার।তাই তিনি নেতৃত্ব দিয়ে নয় মাস যুদ্ধ কররে এ দেশ স্বাধীন করেছিলেন।আর পরাজিত শক্ররা ৭৫ এর ১৫ আগস্ট ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে স্ব পরিবারে নির্মম ভাবে হত্যা করে।আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়।