চাঁদপুরে বড় স্টেশনে ডিঙ্গি মাঝিদের নিয়ে জেলা প্রশাসনের সভা

Spread the love

 মোহাম্মদ বিপ্লব সরকার : চাঁদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ডিঙ্গি মাঝিদের নিয়ে সচেতনতা মুলক পথ সভা অনুষ্ঠীত হয়েছে। ১৬ আগস্ট দুপুর সাড়ে ১২ টায় বড় স্টেশন মোল হেড এলাকার রক্তধারার সামনে পথ সভাটি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, বর্ষার শেষ মৌসুমে চাঁদপুরের নদী সীমায় পানি ফুলে উঠেছে।বর্তমানে পদ্মা ও মেঘনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এই মুহূর্তে ট্রলার যোগে নদীতে ভ্রমণ করা পর্যটকদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই ডিঙ্গি মাঝিগন ঝুকির মাঝে পর্যটকদের নিয়ে নদীতে ভ্রমন করবেরন না। আনন্দ করতে গিয়ে দূঘটনায় পরে একটি পরিবারের সারা জীবনের কান্না বয়ে আনতে পারে।তাই আপনার ডিঙ্গি মাঝিরা পর্যটকদের নিয়ে নদীতে ভ্রমন থেকে বিরত থাকবেন।এসময় আরো বক্ত্্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। পথ সভা শেষে বড় স্টেশন ও আশেপাশের ৩ টি খেয়া ঘাটের শতাধিক ট্রলার ও নৌকা চালকদের মাঝে ২০০ মাস্ক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *