চাঁদপুরে আরো ২৬জনের দেহে করোনা শনাক্ত

Spread the love

মোহাম্মদ বিপ্লবসরকার : চাঁদপুর আরো ২৬জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২হাজার ৩৩জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৫জনে। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৪জন, হাইমচরে ২জন, মতলব উত্তরে ৬জন, মতলব দক্ষিণে ৫জন, ফরিদগঞ্জে ৬জন, হাজীগঞ্জ ২জন ও কচুয়ায় ১জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শুক্রবার ১শত ১৮টি রিপোর্ট আসে । এর মধ্যে ২৬টি পজেটিভ। বাকিগুলো নেগেটিভ। জেলায় ২হাজার ৩৩জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; চাঁদপুর সদরে ৮শত ৫জন, মতলব দক্ষিণে ২শত ১৭জন, শাহরাস্তিতে ১শত ৯৯জন, হাজীগঞ্জে ১শত ৮৯জন, ফরিদগঞ্জে ২শত ৩৯জন, হাইমচরে ১শত ৩১জন, কচুয়ায় ৮০জন এবং মতলব উত্তরে ১শত ৭৩জন। চাঁদপুর জেলায় করোনায় মৃত ৭৫জনের মধ্যে চাঁদপুর সদরে ২১ জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, মতলব দক্ষিণে ৩জন এবং হাইমচরে ১জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *