মলম পাটির খপ্পরে গার্মেন্স ফেক্টরীর গার্ডম্যান
মোহাম্মদ বিপ্লব সরকার : চট্টগ্রামের এক গার্মন্স কোম্পানীর গার্ডম্যান মলম পাটির ফাদে পরে বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। মঙ্গলবার বিকেল ৫টায় বরগুনার বোকাবোনিয়া গ্রামের মিয়া বাড়ির মোঃ ফনু মিয়ার ছেলে সোহেল মিয়া (৩০)মলম পাটির খপ্পরে পরে আন্তঃ নগর ট্রেনে। সোহেল মিয়া জানায়, চট্টগ্রাম এপিজেড এলাকায় এম এম সি পোশাক তৈরির কারখানায় গার্ড ম্যান হিসেবে চাকুরি করে।বাড়ি যাবার জন্য আন্তঃনগর মেঘনা ট্রেনের টিকেট কাটতে গেলে অপরিচিত এক ব্যাক্তি বলে আমার কাছে একটি টিকেট আছে লোক যাবেনা ঐ টিকেট নিয়ে সেচাঁদপুরের পথে রওয়না দেয়। ট্রেনে কথা বলতে থাকলে অপরিচিত ব্যাক্তিটি সোহেল মিয়াকে ৫ টাকা মূল্যের একটি বিস্কুট খেতে দেয়। বিস্কুট খেয়েই সোহেল কুপুকাত হয়ে যায়। এ সুযোগে মলমপাটি তার সর্বস্ব লুটে নেয়। রাতসাড়ে ৯টায় সোহেল কে চাঁদপুর বোট স্টশনে ট্রেন থেকে নামিয়ে দেয়। পরে চাঁদপুর মডেল থানার এ এস আই হাসিম স্হানীয় যুবকদের মাধ্যমে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।