রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন।।প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতরণ
মোঃ সোহেল কিরণ, নারায়নগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জ প্রেসক্লাব এবং লাইফ এইড হাসপাতালের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বিকালে উপজেলার বরপা লাইফ এইড হসপিটাল এবং শান্তিনগর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কলামিষ্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, প্রেসক্লাবের উপদেষ্টা আলম হোসেন, সাধারণ সম্পাদক খলিল সিকদার, সাত্তার আলী সোহেল, উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদের সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম সহ অন্যান্যরা।এসময় রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম বলেন, প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। তারা আজ দেশের বড় বড় স্থানে কাজ করছে। রূপগঞ্জ প্রেসক্লাব সবসময় মানবিক দিক বিবেচনা করে প্রতিবন্ধিদের পাশে সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে।