চাঁদপুর আল আমিন হাসপাতালে চার হাত পা বিশিস্ট কণ্যা শিশুর জম্ম

Spread the love

মোহাম্মদ বিপ্লবসরকার :চাঁদপুরশহরের পালপাড়া সংলগ্ন উকিল পাড়া এলাকার আল আমিন হাসপাতাল প্রাঃ লিমিটেডে এক বিকলঙ্গ শিশুর জম্ম হয়েছে। শনিবার (২২/৮/২০২০)দপুর ১টায় সিজারিয়ানের মাধ্যমে শিশুটির জম্ম হয়।জম্মের ১ ঘন্টা পর শিশুটি পৃথিবীর মায়া ত্যাগ করে। শনিবার দুপুর আশিকাঠি ইউনিয়নের ববাবুরহাট এলাকার মোঃশাহ জালালের স্ত্রী রহিমা বেগম (২৫)প্রসব জনিত কারণে আল আমিন হাসপাতাল প্রাইভেট লিমিটেডে দুপুর ১২টায় ২১৩নং কেবিনে ভর্তি হয়। এর পর স্ত্রী রোগ বিশেষঞ্জ ডাঃ সামছুন্নাহার তানিয়াকে খবর দেয়া হয়।এনেসথেসিয়া চিকিৎসক ডাঃ আবির রেগী রহিমাকে অচেতন করলে ডাঃ সামছুন্নাহার তানিয়া অস্ত্রপাচার করে দুটি জিহ্বা, চারটি হাত ও চারটি পা বিশিষ্ট বিকলাঙ্গ কণ্যা শিশুর জম্ম হয়। ডাক্তার সামছুন্নাহার তানিয়া জানান, আল্ট্রাসনোগ্রামে তা বুঝা যায়নি। সিজার করার পর দেখা যায় শিশুটি চারটি হাত, চারটি পাও দুটি জিহ্বা নিয়ে জম্ম গ্রহন করে। জম্মের এক ঘন্টা পর সে মারা যায়। তবে মা সুস্থ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *