চাঁদপুরের হাইমচরে মেঘনায় ডাকাত দলের ৬ সদস্য আটক

Spread the love

মোহাম্মদ বিপ্লব সরকার : হাইমচর উপজেলায় মেঘনায় ডাকাত দলের ভয়ে জেলেরা নদীতে নামতে পারছে না। নদীতে প্রতিদিনই ডাকাতি করে নিয়ে যান জেলেদের মোবাইল জাল টর্চ লাইট নগদ টাকা পয়সা। হাইমচর উপজেলা নীলকমল নৌ পুলিশকে জানালে সোমবার রাত ৮ টায় নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল নেতৃত্বে চরভৈরবী মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে নদীতে থাকা ছয় ডাকাত সদস্যকে আটক করেন। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় মেঘনা নদীতে তারা ডাকাতি করতেন। জেলেদের অভিযোগ গত ১ মাস যাবত তারা নদীতে জেলেদের নৌকায় উঠে মোবাইল টর্চলাইট জাল টাকা পয়সা লুটপাট করে নিয়ে যান। ছাড়াও জলস্যুদের হামলায় ইতোমধ্যেই বহু জেলে আহত হয়েছে।জলদস্যুদের এই হামলা ও ডাকাতি থেকে পরিত্রান পেতে চাঁদপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে হইমচরের অসহায় সাধারণ জেলেরা। ইতিপূর্বে স্থানীয় জেলেরা গত ২৩ আগস্ট রোববার বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ এবং সাধারণ জেলেরা একত্রিত হয়ে চাঁদপুর জেলা প্রশাসক মো. মাহজেদুর রহমান খানের বরাবর এই স্মারকলিপি প্রদান করেন। একইসাথে স্মারকলিপির অনুলিপিগুলো চাঁদপুরের পুলিশ সুপার, নৌ পুলিশ সুপার, কোস্টগার্ডের কমান্ডিং অফিসার, জেলা মৎস্য কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাইমচর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও হাইমচর উপজেলা কোস্টগার্ড অফিসার বরাবর প্রদান করা হয়। এ ব্যাপারে নীলকমল নৌ- পুলিশ ইনচার্জ আঃ জলিল জানান মেঘনায় জেলেদের যাতে করে নির্ভয় মাছ শিকার করতে পারে সেই জন্য নৌ-পুলিশ কাজ করে যাচ্ছে। নদীতে বিশেষ অভিযান চালিয়ে এ ডাকাত সদস্যদের আটক করা হয়। আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *