রামচন্দ্রপুরে ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সফু মিয়া সরকারের দাফন সম্পন্ন

Spread the love

হাফেজ নজরুল:রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদের চার বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সফু মিয়া সরকারের দাফন সম্পন্ন হয়েছে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার এর বড় ভাই ১২ নং রামচন্দ্রপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান আলহাজ্ব সফু সরকার গত বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তিকাল করেন। ইন্না-লিল্লাহ –রাজিউন। ঢাকার রমনা ভবনে ব্যবসা শুরুর পর দেশ স্বাধীন এর আগে থেকে ই আওয়ামী লীগের রাজনীতিতে নিজেকে বিলিয়ে দেন, পল্টন ইউনিট আওয়ামী লীগের সভাপতি দিয়ে ই রাজনৈতিক জীবন শুরু করেন, বঙ্গবন্ধু শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা,মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রমে জড়িত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর, তার ৬ ভাই ও ৫ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ৩য় , তার তিন ছেলে ও তিন মেয়ে স্ত্রীসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ঢাকার পল্টনে গতকাল রাত ৮ ঘটিকায়, দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় নিজ বাড়ী বি চাপিতলায়৷ এবং শেষ জানাজা অনুষ্ঠিত হয় সকাল ১০ ঘটিকায় রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজ মাঠে। জানাযায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার, রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মজিদ, মুরাদনগর উপজেলার চেয়ারম্যান ডা, আহসানুল আলম সরকার কিশোর, হোমনার পৌরসভার মেয়র এড, নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলার নেতৃবৃন্দও মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, ইউপি চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, কাজী আবুল খায়ের,আবুল কালাম, আব্দুল কাইউম ভূইয়া, শরীফুল ইসলাম, আব্দুল লতিফ সরকার, ওমর ফারুকসহ কুমিল্লা উত্তর জেলা ও মুরাদনগর উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষের উপস্থিতিতে জানাজা সম্পন্ন হয়, জানাজা শেষে মরহুমের ইচ্ছে অনুযায়ী ঢাকার আজিমপুর গুরুস্থানে তাকে দাফন করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *