রূপগঞ্জে গার্মেন্টসকর্মীর গলাকাটা লাশ উদ্ধার, আটক-১
মোঃ সোহলে করিণ, নারায়নগঞ্জ প্রতবিদেকঃ নারায়নগঞ্জের রূপগঞ্জে গার্মেন্টসকর্মী মমতাজ বেগমের হাত-পা বাঁধা, গলাকাঁটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামী রঞ্জুকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মাসাবো এলাকার ভাড়া বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, গার্মেন্টসকর্মী মমতাজ বেগম ও তার স্বামী রিক্সা চালক রঞ্জু উপজেলার মাসাবো এলাকার মজিবুরের বাড়ির ভাড়াটিয়া। গতকাল গভীর রাতে ওই বাড়ির এক ভাড়াটিয়া নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী রঞ্জুকে আটক করা হয়েছে।