যাত্রাপুর বাজারে একে টেডার্স এন্ড একে টাইলস্ দোকানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মুরাদনগর প্রতিবেদকঃ মুরাদনগর উপজেলা যাত্রাপুর বাজারে একে টেডার্স এন্ড একে টাইলস্ দোকানে রড, সিমেন্ট টাইলস্ সেনিটারী মালামাল পাইকারী ও খুচরা দোকানে মিলাদ ও মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আছর ওই প্রতিষ্ঠানে মিলাদও দোয়া মাহফিল পড়ান যাত্রাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মাওলানা হাফেজ আমিনুল ইসলাম অনু। এতে উপস্থিত ছিলেন যাত্রাপুর একে উচ্চ বিদ্যলয়ের সাবেক প্রধান শিক্ষক সামসুল হক, সাংবাদিক আবুল কালাম আজাদ ভূইয়া,যাত্রাপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম ভূইয়া, ইউপি’র সদস্য সাবেক মোঃ ফুল মিয়া, সমাজ সেবক কাজী ফরিদ উদ্দিন, হুমায়ূন সওদাগর, মিলন কাজী, ব্যাবসায়ী আবু তাহের ভূইয়া, আব্দুল জলিল, পরিচালক সৈয়দ শাহীন ও মোঃ ফারুক আহমেদ লিলু ও প্রবাসী বাচ্চু মিয়া, মির্জা ফকরুল আহমেদ, ব্যাবসায়ীক নাছির উদ্দিন, সৈয়দ হেলাল উদ্দিনসহ আরো অনেকে।মিলাদ মাহফিল শেষে উপস্থিত মুসুল্লিদের মাঝে মিস্টি বিতারণ করা হয় । একে টেডার্স এন্ড একে টাইলস্ দোকানে রড, সিমেন্ট টাইলস এর মালিক ইতালী প্রবাসী মোঃ মজিবুর রহমান জানান, একে টেডার্স এন্ড একে টাইলস্ দোকানে রড, সিমেন্ট ও টাইলস্ পাইকারী ও খুসড়া মূল্যে বিক্রি করা হয়।মুরাদনগর উপজেলা যাত্রাপুর, রগুরামপুর, সিংহাড়িয়া, চৈনপুর, মির্জাপুর, মোচাগড়া, কোদালকাটা ও আলগীসহ বিভিন্ন গ্রামের জন মানুষকে আমন্ত্রন জানাই ও দোয়া চাই।