সাংবাদিক রফিকুল ইসলামের মৃত্যুতে চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে শোক প্রকাশ
স্টাফ রিপোর্টার : সাংবাদিক মো. রফিকুল ইসলাম মিয়াজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মোঃ বিপ্লব সরকার ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ সংগঠনের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সাংবাদিক রফিকুল ইসলাম মিয়াজী দৈনিক চাঁদপুর সংবাদ এর প্রধান সম্পাদক পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সম্মানিত সদস্য ছিলেন। তিনি সোমবার রাতে শহরের প্রফেসর পাড়া এলাকায় অবস্থিত নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত শারীরিক বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছিলেন।