বাকেরগঞ্জ নিয়ামতি রাস্তা মেরামতের জোর দাবি এলাকাবাসী
বরিশাল-৬ বাকেরগঞ্জ উপজেলাধীন ১৪ নং নিয়িামতি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর একটি ঐতিহ্যবাহী গ্রাম পশ্চিম কৃষ্ণনগর উন্নত যোগাযোগ ব্যবস্থা ও ভাল রাস্তাঘাট না থাকার জন্য বিলিন হতে চলেছে এ গ্রামটি বিসেষ করে রুপারঝোর সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে চালিতাতলা বাজার ব্রিজ পর্যন্ত ২ কিঃ মিঃ রাস্তাটি একেবারেই চলাচলের অনুপযোগী তাই এলাকাবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যে, উলেখিত রাস্তাটি জরুরি ভাবে পূর্ন নির্মান করার জোর দাবী জানান । উক্ত রাস্তাটি দিয়া বাকেরগঞ্জ ও নলছিটি উপজেলার দৈনিক হাজার হাজার লোক জন এবং স্কুল কলেজের ছাত্র ছাত্রী চলাচল করেন । রাস্তাটি প্রায় সমতল ভূমির সাথে মিলিয়ে গিয়েছে| বর্ষাকালে উক্ত রাস্তাটি দিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের ও স্থানীয় জনসাধারন চলাচলের অসবিধার সৃষ্টি হয় । এমন কি অনেক দূর্ঘটনা ঘটে । রাস্তাটি পূর্ন নির্মান করা হলে স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীর ছলাচল সহ স্থানীয় জনসাধারনের কৃষি উৎপাদিত পন্য সামগ্রী অনায়াসে নিয়মিত বাকেরগঞ্জ বাজারজাত করিতে পারে । তাই উক্ত রাস্তাটি বর্তমান অর্থিক বৎসরে জরুরী ভাবে পূর্ন নির্মান করার জন্য জোর অনুরোধ করতেছি এলাকাবাসী ।এলাকাবাসীর পক্ষে, মোঃ রাব্বী মোল্লা, গ্রামঃ পশ্চিম কৃষ্ণনগর, পোঃ চামটা, থানাঃ বাকেরগঞ্জ, জেলাঃ বরিশাল,