বাকেরগঞ্জ নিয়ামতি রাস্তা মেরামতের জোর দাবি এলাকাবাসী

Spread the love

বরিশাল-৬ বাকেরগঞ্জ উপজেলাধীন ১৪ নং নিয়িামতি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর একটি ঐতিহ্যবাহী গ্রাম পশ্চিম কৃষ্ণনগর উন্নত যোগাযোগ ব্যবস্থা ও ভাল রাস্তাঘাট না থাকার জন্য বিলিন হতে চলেছে এ গ্রামটি বিসেষ করে রুপারঝোর সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে চালিতাতলা বাজার ব্রিজ পর্যন্ত ২ কিঃ মিঃ রাস্তাটি একেবারেই চলাচলের অনুপযোগী তাই এলাকাবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যে, উলেখিত রাস্তাটি জরুরি ভাবে পূর্ন নির্মান করার জোর দাবী জানান । উক্ত রাস্তাটি দিয়া বাকেরগঞ্জ ও নলছিটি উপজেলার দৈনিক হাজার হাজার লোক জন এবং স্কুল কলেজের ছাত্র ছাত্রী চলাচল করেন । রাস্তাটি প্রায় সমতল ভূমির সাথে মিলিয়ে গিয়েছে|  বর্ষাকালে উক্ত রাস্তাটি দিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের ও স্থানীয় জনসাধারন চলাচলের অসবিধার সৃষ্টি হয় । এমন কি অনেক দূর্ঘটনা ঘটে । রাস্তাটি পূর্ন নির্মান করা হলে স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীর ছলাচল সহ স্থানীয় জনসাধারনের কৃষি উৎপাদিত পন্য সামগ্রী অনায়াসে নিয়মিত বাকেরগঞ্জ বাজারজাত করিতে পারে । তাই উক্ত রাস্তাটি বর্তমান অর্থিক বৎসরে জরুরী ভাবে পূর্ন নির্মান করার জন্য জোর অনুরোধ করতেছি এলাকাবাসী ।এলাকাবাসীর পক্ষে, মোঃ রাব্বী মোল্লা, গ্রামঃ পশ্চিম কৃষ্ণনগর, পোঃ চামটা, থানাঃ বাকেরগঞ্জ, জেলাঃ বরিশাল,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *