মহানায়ক সালমান শাহর জন্মদিন আজ!

Spread the love

বিনোদন প্রতিবেদকঃজনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর জন্মদিন আজ । ১৯৭১ সালের আজকের এই দিনে (১৯ সেপ্টেম্বর) তিনি সিলেটে জন্মগ্রহণ করেন। আজ তার ৪৯তম জন্মদিন। সর্বমহলের প্রিয় এ নায়ক ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান। মহানায়কের জন্মদিনে মিডিয়ামঞ্চ পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করছি।যেখানেই থাকুক এই মহানায়ক আল্লাহ যেন তাকে ভালো রাখেন।

সালমান ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। দর্শকপ্রিয়তার শীর্ষে থেকে সালমান শাহ ঢাকাই চলচ্চিত্রকে সুদিন উপহার দিয়েছিলেন। বাংলাদেশের চলচ্চিত্র ভুবনের এই কিংবদন্তি অভিনেতা খুবই অল্প সময় রাজত্ব করেছিলেন। অভিনয় করেছেন মাত্র ২৭টি চলচ্চিত্রে। তার সাবলীল অভিনয় নৈপুণ্যে জয় করেছিলেন কোটি মানুষের ভালোবাসা। হয়ে উঠেছিলেন বাংলাদেশের সিনেমা জগতের এক নম্বর নায়ক। এতটা জায়গা নায়করাজ রাজ্জাক-পরবর্তী সময়ে কেউ নিতে পারেননি। হয়তো অল্প সময়ের জন্য এসেছিলেন বলেই এত দ্যুতি ছড়াতে পেরেছিলেন, কেটে গেছেন দাগ। যে দাগটা তার প্রস্থানের টানা ২০ বছর পরেও এতটা জ্বলজ্বলে। তার অনুপস্থিতি আর অকাল প্রস্থান আজও পোড়াচ্ছে অগুনতি মানুষের মন। সালমান শাহ অভিনীত সিনেমা হলো- ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘স্নেহ’, ‘প্রেম যুদ্ধ’, ‘দেন মোহর’, ‘কন্যাদান’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আঞ্জুমান’, ‘মহা মিলন’, ‘আশা ভালোবাসা’, ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘প্রিয়জন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘জীবন সংসার’, ‘মায়ের অধিকার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘শুধু তুমি’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভিতর আগুন’।এক নজরে সালমান শাহ: জন্ম: ১৯ সেপ্টেম্বর ১৯৭১ আসল নাম: চৌধুরী সালমান শাহরিয়ার ইমন বাবা: মরহুম কমর উদ্দিন চৌধুরী মা: নীলা চৌধুরী স্ত্রী: সামিরা উচ্চতা: ৫ ফুট ৮ ইঞ্চি রাশি: বৃশ্চিক প্রথম চলচ্চিত্র: কেয়ামত থেকে কেয়ামত শেষ ছবি: বুকের ভেতর আগুন প্রথম নায়িকা: মৌসুমী সর্বাধিক ছবির নায়িকা: শাবনূর (১৪টি) মোট ছবি: ২৭টি বিজ্ঞাপনচিত্র: মিল্ক ভিটা, জাগুরার কেডস, গোল্ড স্টার টি, কোকাকোলা, ফানতা। ধারাবাহিক নাটক: পাথর সময় এবং ইতিকথা একক নাটক: আকাশ ছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী। মৃত্যু: ৬ সেপ্টেম্বর, ১৯৯৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *