রূপগঞ্জে যুবসমাজের সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত
মোঃ সোহেল কীরণ,নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ যুবসমাজকে মাদক ও সন্ত্রাস মুক্ত রাখতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁতার প্রতিযোগীতা ও হাঁস দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভোলাব ইউনিয়নের পূবেরগাঁও মধ্যপাড়া উদয়ন সামাজিক সংগঠনের” উদ্যোগে নুরুল হক উচ্চ বিদ্যালয়ের দিঘীতে পৃথক পৃথক ভাবে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভোলাব ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু। সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাচ্চু, থানা অওয়ামীলীগের সাবেক সদস্য কাইয়ুম মিয়া, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অলিউল্লাহ ভুঁইয়া, সমাজ সেবক মহিন মোল্লা সহ অন্য্যারা।খেলা শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীর হাতে রঙ্গিন টিভি, মোবাইল ফোন ও গিফ্ট বক্স তুলে দেন অতিথিরা।