ফরদাবাদ গ্রামের সাবেক ইউপি’র সদস্য শামছুল হক দাফন সম্পন্ন

Spread the love

মোঃ গোলাম সারোয়ার, বাঞ্ছারামপুর প্রতিবেদকঃ ফরদাবাদ গ্রামের বিশিষ্ঠ শিক্ষাঅনুরাগী সমাজসেবক ও সাবেক ইউপি’র সদস্য শামছুল হক দাফন সম্পন্ন।

পারিবারিক সূত্রে জানাযায়, বি-বাড়ীয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ৯নং ফরদাবাদ ইউনিয়নের ৮নং ফরদাবাদ ওয়ার্ডের সাবেক ইউপি’র সদস্য শামছুল হক মেম্বার ইন্তেকাল করেছেন৷তার বয়স হয়েছিল ১০২বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন৷১৯ সেপ্টেম্বর শনিবার দুপুর তার নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে তাসলিমা, নাসিমা, জেসমিন চার ছেলে মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আবুল খায়ের, মোঃ মোয়াজ্জম হোসেন ও মোঃ হাসান মিয়াসহ অসংখ্যক আত্মীয় স্বজন রেখে যান।মরহুমের নামাজে জানাজা বাদ এশা পুরাতন বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত শেষে তাকে বাজারের কবরস্থানে দাফন করা হয়েছে।এতে ইমামতি করেন বিশিষ্ট আলেমেদীন মাওলানা ইমাম মাওলানা মোঃ শহিদুল হক। শামছুল হক মেম্বারের বিশাল নামাজে জানাজায় বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন গ্রামে গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মরহুমের অগণিত আত্মীয়-স্বজন ও এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুম মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।সৌদী প্রবাসী মোঃ আবুল খায়ের মুঠোফোনে সাংবাদিকদের জানান, শামছুল হক মেম্বার ফরদাবাদ ড. রওশন আলম কলেজ, ফরদাবাদ আলিয়া মাদ্রাসা ও ফরদাবাদ হাইস্কুল, ফরদাবাদ প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ কমিটির সাথে সম্পৃক্ত ছিলেন। সমাজ সেবা ও শিক্ষার প্রতি তাঁর সার্বক্ষনিক চিন্তা কাজ করতেন। মরহুম  শামছুল হক মেম্বার ৭ বার ইউনিয়ন পরিষদ সদস্য পদে নির্বাচন করেন। তিনি ৪বার নির্বাচিত হন।ফরদাবাদ ইউনিয়নে আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম খান বলেন, সাবেক ইউপি’র সদস্য শামছুল হক মেম্বার শিক্ষা উপর জোরালো সমর্থক ছিলেন তিনি তার পরিবারকে ইসলামী সৈনিক হিসেবে তৈরি করে গেছেন! দোয়া করি। আল্লাহপাক মরহুমের পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুক এবং তাকে আল্লাহপাক জান্নাতবাসী করুন।৯নং ফরদাবাদ ফরদাবাদ ইউনিয়ন পরিষদ ৮নং ফরদাবাদ ওয়ার্ডের সদস্য মোঃ হারুন মিয়া জানান, মরহুম শামছুল হক মেম্বারের ইন্তিকালে রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *