দাউদকান্দি উপজেলার গৌরীপুর মোড়- বাজার সড়ক। হেভি মেরামত কাজ চলছে তবে ধীর গতিতে
হানিফ খান, দাউদকান্দি প্রতিবেদকঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর মোড়- বাজার এক কিলোমিটার সড়ক, হেভি মেরামত কাজ চলছে তবে ধীর গতিতে। এ পথে যাতায়াতে দেড় থেকে দুই ঘন্টা লাগে,এটা এখন নিত্য নৈমত্যিক বিষয়।বিকল্প অন্য পথে যাওয়ার উপায় নেই বিধায় নিরুপায় এ পথের সকল প্রকার যানবাহন। আর সুস্থ সবলরা পায়ে হেটে যেতে পারলেও বৃদ্ধ শিশু অসুস্থদের সমস্যা ভাষায় প্রকাশ করার মতো নয়। বেশ কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে যানজটের মাত্রা ছাড়িয়ে গেছে সহ্যের সীমানা, বাজারে জটনিরসনে পুলিশ কাজ করলেও পরো রাস্তাই জটের কবলে। দুর্দশার শিকার যানবাহন ও যাত্রীদের সরজমিন দেখতে গিয়ে অনেকের তিরস্কার আমরা কিছু লিখি না। কতো লিখবো ওনাদের অভিযোগ এখন আমাদের গা সয়ে গেছে। আঙ্গাউড়া কাদির সওদাগর বাড়ী সংলগ্ন জিনিয়াস ফিজিও থেরাপি সেন্টার ও ওয়ালটন সেন্টারের সামনে মহাজট। দেখা গেলো এখানে একটি প্লাস্টিকের পাইপ বহনকারী পিক-আপের চাকা দেবে প্রায় উল্টে যাওয়ার উপক্রম, সে কারনে সড়কের একটি অংশে যানচলাচল বন্ধ। অপরদিকে মেরামত অংশে এলোমেলো যানবাহনের কারনে, না চলতে পারছে গাড়ি -না যেতে পারছে হেটে চলার যাত্রী। অনেকেই হায় আফসোস করছে আর কতোদিন পরে শেষ হবে ওদের এই দুঃখ দূর্দশা।