নৌ-যান শ্রমিকলীগ চাঁদপুর জেলা নৌ-অঞ্চল শাখার কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার।। বাংলাদেশ নৌ-যান শ্রমিকলীগ চাঁদপুর জেলা নৌ-অঞ্চল শাখার কার্যনির্বাহী কমিটির প্রথম সভা। ২ অক্টোবর শুক্রবার বিকাল ৫ টায় বি আই ডব্লিউ টি আই ঠিকাদার কল্যান সমিতির অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। নৌ-যান শ্রমিকলীগ চাঁদপুর জেলা নৌ-অঞ্চল শাখার সভাপতি মোঃ বিপ্লব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক মোঃ নাজমুল তালুকদার। এসময় সভায় বক্তব্য রাখেন, কার্যনির্বাহী কমিটির কার্যকরী সভাপতি মোঃ ফারুক হোসেন ভূঁইয়া, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ রুবেল হাওলাদার (ছিডু), বাপ্পি পোদ্দার, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল খান, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসাম, সম্মানিত কার্যকরী সদস্য মোঃ আলহজ্ব আঃ মালেক বেপারী। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কমিটির প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মোঃ মাসুদ গাজী, ক্রীড়া সম্পাদক মোঃ তুহিন গাজী, সমাজকল্যাণ সম্পাদক মোঃ হোসেন গাজী, কার্যকরী সদস্য মোঃ আঃ হক চোকদার প্রমুখ। অনুষ্ঠানে প্রধান আলোচ্য বিষয় ছিলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত চাঁদপুর পৌরসভার নৌকার প্রার্থী এডভোকেট মোঃ জিল্লুর রহমান জুয়েলকে বিজয়ী করার লক্ষে কমিটির সবাইকে প্রতিটি ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে মানুষের কাছ থেকে নৌকা মার্কায় ভোট প্রর্থনা করতে হবে। প্রতিমাসের ১ থেকে ১০ তারিখের মোধ্য মিটিং ডাকা ওই মিটিংয়ে কমিটির সকল সদস্য উপস্থিত থাকতে হবে। এছাড়া নৌ-যান শ্রমিকলীগ চাঁদপুর জেলা নৌ অঞ্চল কমিটিকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষে সবাইকে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। হাজর বছরের শ্রেষ্ঠ বাংঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শকে বুকে ধারন করে কমিটিকে ন্যায় ও নিষ্ঠার পথে থেকে সকলে মিলে এগিয়ে নিতে হবে।