বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ
মোবারক সরকার চাঁদপুরঃ বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী শিশু অধিকার বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৫ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি’র আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমূখ।
আলোচনা সভা শেষে শিশুদের নিয়ে সংক্ষিপ্ত পরিসরে এবং স্বাস্থ্যবিধি মেনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।