তিতাসের সাবেক ইউপি চেয়ারম্যান পুত্রকে কুপিয়ে হত্যা
এমএ কাশেম ভূঁইয়াঃ কুমিল্লার তিতাসের সাবেক ইউপি চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. ছাদেক হোসেন সরকারের ছেলে নয়ন (৩৮)কে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার গৌরীপুর ভুলিড়পারের নিজ বাসায় বুধবার এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিল্লা সিআইডি, পিবিআইসহ পুলিশের একাধিক ইউনিয়ন বিভিন্ন ধরণের আলামত সংগ্রহ করে এবং গৌরীপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করেন। নিহতের শরিরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং গলা কাটা অবস্থায় পাওয়া গেছে।