গাইবান্ধায় ডিজিটাল সেন্টারে সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত
মাইদুল ইসলাম, গাইবান্ধা প্রতিবেদকঃ বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর” গাইবান্ধা এই প্রতিপাদ্যে সদর উপজেলা কামারজানি ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা মাহবুবুর রহমান এর আয়োজনে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে রবিবার বিকেলে মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১২ নং কামারজানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম জাকির। কামারজানি ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান সেকেন্দার আলীর সভাপতিত্বে ও কামারজানি ইউনিয়ন পরিষদ সচিব মো: সরওয়ার হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কামারজানি ইউনিয়নের সাধারন সম্পাদক মো: মহিউল ইসলাম, কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, কামারজানি ১২ নং ইউনিয়ন পরিষদ ১ নং ওয়ার্ডের সদস্য আবু সাঈদ মাস্টার,২ নং ওয়ার্ড সদস্য আবু তালেব, ৩নং ওয়ার্ড সদস্য মাজু আহমেদ , সাংবাদিক সাদ্দাম হোসেন পবন সহ অনেকে। ই-সেবা ক্যাম্পেইনে ডিজিটাল সেন্টার এর সেবা সমুহ তুলে ধরে বলেন- সরকারি বেসরকারি সকল সেবা পেতে নিকটস্থ ডিজিটাল সেন্টারের যোগাযোগ করতে বলা হয়। এখানে পাসপোর্টের আবেদন ও ফি জমাদান প্রদান করা হয়। বিদ্যুৎ বিল জমা দান। ই- নামজারি। মুক্তপাঠ অনলাইন কোর্স। হজ। প্রাক নিবন্ধন নিবন্ধন। মেডিকেল ভিসা, ডাক্তারের এপোয়েন্টমেন্ট। জমির পর্চা- ই নামজারি। ফটোকপি, স্ক্যানিং, লেমিনেটিং। ভিডিও রেকর্ডিং। ভিসা চেকিং। ট্রেড লাইসেন্স। রবি সেবা। অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন ফি জমাদান। অনলাইনে বিভিন্ন সরকারি ফরম পূরণ। মোবাইল ব্যাংকিং। ইমেইল। সরকারি-বেসরকারি ত্রাণ। চারিত্রিক সনদের আবেদন। নাগরিক সনদের আবেদন। ওয়ারিশ সনদের আবেদন। অনলাইনে জাতীয় পরিচয় পত্র সংশোধন। অনলাইনে জিডি। বিদেশ গমনেচ্ছু কর্মীদের অনলাইন রেজিস্ট্রেশন। অনলাইনে জন্ম নিবন্ধন। কি টিকেটিং সার্ভিস ( বাস, লঞ্চ, বিমান, ট্রেন) সহ বিভিন্ন প্রকার সেবামূলক কাজ করে থাকেন ইউনিয়ন ডিজিটাল সেন্টার। মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইনে ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর সেবা সমুহ উপস্থিত ব্যাক্তিদের মাঝে ভিডিও চিত্র প্রদর্শন ও লিফলেট বিতরন করা হয়। মাসব্যাপী চলবে এই ক্যাম্পেইন।