তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি মেশিন প্রদান
কুমিল্লা প্রতিবেদকঃ তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আব্বাস আলী ফাউন্ডেশনে একটি ডিজিটাল আল্ট্রাসনোগ্রাম মেশিন ও একটি ইসিজি মেশিন উপহার প্রদান করেন।গত ১০ অক্টোবর তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দীর্ঘদিন কোন আল্ট্রাসনোগ্রাম মেশিন না থাকায় রোগীদেরকে বিভিন্ন জায়গা থেকে আল্ট্রাসনোগ্রাম যেতে হতো। এখন থেকে রোগীরা আল্ট্রাসনোগ্রাম অত্র হাসপাতালেই করাতে পারবে । এতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সরফরাজ হোসেন খান। উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ মাহবুব হাসান ভূঁইয়া ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।