কালাচান্দ কান্দি তালিমূল ইসলাম এতিমখানা ও নূরানীয়া হাফেজিয়া মাদরাসার গভর্নিংবডির আলোচনাসভা

Spread the love

কুমিল্লা প্রতিবেদকঃ কালাচানকান্দি তালিমূল ইসলাম এতিমখানা ও নূরানীয়া হাফেজিয়া মাদরাসার গভর্নিংবডির আলোচনাসভা ও উন্নয়ন মিটিং ১৩ অক্টোবর বিকাল ৩ টায় মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে।উক্ত মাদরাসার সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,  বিশিষ্ট সমাজসেবক  হাজি মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে সভায় বার্ষিক আয় ব্যয়ের হিসাব প্রদান করেন মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াছিন আহাম্মেদ।  বক্তব্য রাখেন মুতয়াল্লি মোজাম্মেল হক। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ নোমান। এ সময় ছাত্রদের কোরআন তেলওয়াত ও অন্যান্য বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। সভাপতি  নাছির উদ্দিন বলেন, আমাদের মূল লক্ষ হলো আশেপাশের প্রত্যক পাড়া মহল্লায় কমপক্ষে একজন করে হাফেজ তৈরি করা।  তিনি আরও বলেন,  দার্শনিক বলেছেন আমাকে একজন শিক্ষিত মা দাও আমি একজন শিক্ষিত জাতি উপহার দেব। তাই আমাদের এলাকার মেয়েদের শিক্ষিত করে গড়ে তুলতে হলে একটি মহিলা মাদরাসা দরকার।  তাই সকলের প্রচেষ্টায় আমরা একটি মহিলা মাদরাসা গড়ে তুলব ইনশাআল্লাহ।উল্লেখ্য এতিমখানার পাশাপাশি এখানে রয়েছে  একটি মসজিদ,  একটি হাফেজিয়া মাদরাসা, একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে।সভায় উপস্থিত ছিলেন বাচ্চু মেম্বার,  আঃ হক মাষ্টার,  বলরামপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন,  মোঃ শফিকুল ইসলাম,  কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন বাবুল, আ’লীগ নেতা আতাউর রহমান শানু, ফ্রেন্ডস ক্লাবের সভাপতি সাংবাদিক হালিম সৈকত,  স্বেচ্ছাসেবী সংগঠন সজন এর সভাপতি আরিফ সরকারসহ সমাজের বিভিন্নস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *