মুরাদনগরে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আউটলেট শাখা উদ্বোধন
মুরাদনগর প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া বাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আউটলেট শাখা বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের হেড অব এজেন্ট ব্যাংকিং এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আবেদ আহাম্মদ খাঁন। বিশেষ অতিথি ছিলেন ১০নং যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক কোম্পানীগঞ্জ শাখার ব্যবস্থাপক ও ফাস্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ নি’মাতুল্লাহ, মুরাদনগর টিভির চেয়ারম্যান হাবিবুর রহমান। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট রাশেদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা তাজুল ইসলাম মামুন, সমাজ সেবক মহিবুল্লাহ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাস্টার ছিদ্দিকুর রহমান, সাংবাদিক শামীম আহম্মেদ, মুক্তিযোদ্ধা আব্দুল আলিম সরকার, আলী আশরাফ, ব্যবসায়ী আবু ইউসুফ, ফেরদৌস আল আজাদ, ভবন মালিক আব্দুল মতিন মেম্বার, ইউপি সদস্য নান্নু মিয়া বেগ, আক্তার হোসেন, মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহনাজ পারভীন, জহিরুল ইসলাম, সফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। শেষে দোয়া পরিচালনা করেন মোচাগড়া বাজার মসজিদের খতিব মাওলানা খলিলুর রহমান।